Header Ads

  • সর্বশেষ খবর

    কেপা আরিসাবালাগার জরিমানা






    ক্রীড়া ডেস্ক : মরিসিও সারির মুখের ওপরই গোলরক্ষক কেপা আরিসাবালাগা জানিয়ে দিয়েছিলেন, মাঠ ছাড়ছেন না তিনি! পাড়ার ম্যাচেও এ ধরনের কিছু ভাবা কঠিন। অথচ ইংলিশ লিগ কাপের ফাইনালে কোচের ডাকে সাড়া দিয়ে মাঠ ছাড়েননি ৮০ মিলিয়ন ইউরোয় চেলসিতে আসা এই স্প্যানিয়ার্ড।
    ব্যাপারটা ‘ভুল-বোঝাবুঝি’ বলে এড়িয়ে যেতে চাইছিলেন সারি-কেপা দুজনই। তবে ইংলিশ সংবাদমাধ্যমের অনুমান, এই ঘটনায় বিভক্তি বেড়েছে চেলসিতে। একটা পক্ষ কোচ সারির পক্ষে, আরেকটা সমর্থন জানাচ্ছে কেপাকে। ব্যাপারটা দৃষ্টিকটু হওয়ায় কেপাকে ছাড় দেয়নি চেলসি কর্তৃপক্ষ। এক সপ্তাহের বেতন জরিমানা করা হয়েছে তাঁর। অল্পে পার পেয়ে সবার কাছে ক্ষমা চেয়েছেন এই গোলরক্ষক, ‘আমি কোচ, সতীর্থ, কাবায়েরো (বদলি নামতে যাওয়া গোলরক্ষক), ক্লাব, সমর্থক সবার কাছে ক্ষমা চাচ্ছি।সূত্র:কালের কণ্ঠ।
    ভালো একটা শিক্ষা হয়েছে আমার।’ ম্যাচ শেষে কেপার সঙ্গে কথা হয়েছে জানিয়ে ব্যাপারটা ভুলতে চাইছেন সারিও, ‘কথা হয়েছে আমাদের। ভালো একটা মতবিনিময় ছিল। ও নিজের ভুলটা বুঝেছে আর ক্ষমা চেয়েছে। এই দ্বন্দ্বের পর ওকে মেরে ফেলতে পারি না আমরা।’ বিবিসি

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728