Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

     

    ফাইল ফটো 

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

    রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য হারে কমেছে পাসের হার এবং জিপিএ-৫। এ বছর বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৬৩ শতাংশ, যা গত বছরের তুলনায় অনেকটাই কম। গত বছর এই হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। একইভাবে, এ বছর জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ২৮ হাজার ৭৪ জন।


    বৃহস্পতিবার দুপুর ২টায় রাজশাহী শিক্ষা বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম।


    চেয়ারম্যান জানান, এবারও বরাবরের মতো ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলের দিক থেকে এগিয়ে রয়েছে। এবারে মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া জিপিএ-৫ অর্জনে মেয়েরা এগিয়ে। মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ জন ছাত্রী এবং ১০ হাজার ৩৬৫ জন ছাত্র।


    চেয়ারম্যান আরও জানান, এবারে রাজশাহী বোর্ডে শূন্য পাস করা কোনো প্রতিষ্ঠান নেই, তবে শতভাগ পাস করা স্কুলের সংখ্যা কমে এসেছে চোখে পড়ার মতো। এ বছর ২ হাজার ৬৯০টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করেছে মাত্র ৯৯টি স্কুল, যা গত বছর ছিল ২৬৬টি।


    পরীক্ষার্থীদের অংশগ্রহণ এবং পাসের তথ্য অনুযায়ী—রাজশাহী বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১,৮২,৭৯২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১,৮০,৩১০ জন এবং তাদের মধ্যে পাস করেছে ১,৩৯,৯৮৩ জন শিক্ষার্থী।


    চেয়ারম্যান বলেন, “ফলাফল বিশ্লেষণ করে বোর্ড পর্যায়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের ফল উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728