চারঘাটে ছিনতাইকারীর তাণ্ডব এলাকাবাসীর হাতে দু’জন আটক, মোটরসাইকেলে আগুন
![]() |
| দু’জন আটক |
চারঘাট, (রাজশাহী) প্রতিনিধি:
ঘটনা সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকের ঘটনা। ডাকরা পাগলপাড়া এলাকায় মাছ কিনতে বাজারে যাওয়ার পথে এক মাছ ব্যবসায়ীকে আটকে ছিনতাই করতে আসে দুই ব্যক্তি। মুহূর্তেই ব্যবসায়ীর কাছে থাকা ৬,০০০ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা চাপাতি বের করে তাকে ভয়ভীতি দেখায়। ব্যবসায়ীর চিৎকারে দৌড়ে আসে আশপাশের মানুষ। মুহূর্তেই এলাকাবাসী দুই ছিনতাইকারীকে ঘিরে ফেলে। পালানোর সুযোগ না পেয়ে তারা ধরা পড়ে যায়।
আটক হওয়া ব্যক্তিরা হল,জয় (৩২), বাড়ি রাজশাহী মহানগরের নওদাপাড়া পশ্চিমপাড়া, পিতা হাকিম।মনি (৩০), বাড়ি চারঘাটের বাদুড়িয়া গ্রাম।
এলাকাবাসী জানায়, ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়া মাত্রই দুইজনকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ক্ষুব্ধ জনতা তাদের কাছে থাকা মোটরসাইকেলেও আগুন লাগিয়ে দেয়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে একই ধরনের ঘটনার মুখোমুখি হচ্ছিল, তবে এবার প্রথমবার হাতেনাতে ধরা পড়ল দুষ্কৃতিকারীরা।
![]() |
| মোটরসাইকেলে আগুন |
স্থানীয় মানুষদের দাবি, গত দু’দিন আগে তেতুলিয়া বাজারে দুই সবজি ব্যবসায়ীর কাছেও টাকা ও মোবাইল ছিনতাই করা হয়েছিল। একইভাবে দীঘার কাছাকাছিও একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। আটক জয় ও মনি স্থানীয় মানুষের কাছেই স্বীকার করে যে, ওই ঘটনাগুলো তারাই ঘটিয়েছে। এলাকাবাসীর সামনেই তারা নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, আমরা কখনো এমন ঘটনা দেখিনি। আমাদের এলাকায় এর আগে ছিনতাই বলতে কিছু ছিল না। গত কয়েকদিন ধরে যারা বারবার ছিনতাই করছে তাদের হাতেনাতে ধরতে পেরে আমরা স্বস্তি পেয়েছি।
আরেক বাসিন্দা মমিনুল ইসলাম জানান, ভোরের অন্ধকারে একজন মাছ ব্যবসায়ীকে চাপাতির মুখে টাকা নেওয়ার চেষ্টা করছিল। আমরা দেরি করলে হয়তো আজ তাকে খুন করেও দিত। ছিনতাইকারীরা এলাকায় আতঙ্ক তৈরি করেছিল।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চারঘাট থানা পুলিশ। আটককৃত দুইজনকে এলাকাবাসীর কাছ থেকে বুঝে নিয়ে থানায় আনা হয়।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, এলাকাবাসী অত্যন্ত তৎপর ভূমিকা রেখেছে। তাদের হাতে আটক দুইজনকে আমরা থানায় নিয়ে এসেছি। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তা আমরা নিরুৎসাহিত করি, তবে ছিনতাইকারীদের ধরতে জনগণের সহযোগিতা অবশ্যই প্রশংসার যোগ্য।
তিনি আরো বলেন, এই এলাকায় এ ধরনের ছিনতাইয়ের ঘটনা এর আগে বড় আকারে ঘটেনি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তাদের বিরুদ্ধে আগের ঘটনারও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।


No comments