বাঘায় ককটেল বিস্ফোরণ মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
![]() |
বাঘায় ককটেল বিস্ফোরণ মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার |
নিজস্ব প্রতিবেদক, বাঘা (রাজশাহী):
রাজশাহীর বাঘা উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৬২)। তিনি বাঘা উপজেলার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের মৃত জাকাতুল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে বাঘা পৌরসভার সামনে থেকে তাকে আটক করা হয়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রাতে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে বিএনপির উপজেলা আহ্বায়ক ফখরুল হাসান বাবুলের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরদিন ১৮ জানুয়ারি তিনি বাঘা থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ১১২ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।
পুলিশ জানিয়েছে, গোলাম মোস্তফা ওই মামলার এজাহারভুক্ত একজন গুরুত্বপূর্ণ আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
No comments