বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিলো, নববধূ আনার দিনই বর সুমনের আত্মহত্যা
![]() |
বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিলো, নববধূ আনার দিনই বর সুমনের আত্মহত্যা |
নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলার খাজুর করখন্ড গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বিয়ের আনন্দে মেতে থাকা পরিবারে মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। নববধূকে আনতে ঘরজুড়ে যখন উৎসবের প্রস্তুতি, তখনই ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বর সুমন রেজার নিথর দেহ।
নিহত সুমন রেজা (৩০) গোবিন্দপাড়া ইউনিয়নের করখন্ড গ্রামের উচমান আলীর ছেলে। তিনি গত এক মাস আগে পাশ্ববর্তী জেলা নওগাঁর রানীনগর উপজেলার সাবাইহাট তেতুলিয়া গ্রামে বিয়ে করেন। শুক্রবার (১১ জুলাই) আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে আনার কথা ছিল। সে উপলক্ষে আয়োজন চলছিল বরের বাড়িতে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের উৎসব উপলক্ষে বর সুমনের বাড়িতে আত্মীয়-স্বজনের ভিড় ছিল। সকালের দিকে সুমন তার মাকে জানান, রাতে ঘুম হয়নি, তাই কিছুক্ষণ ঘুমাতে চান। এরপর তিনি নিজের ঘরের দরজা ভেঙে বন্ধ করে ঘুমাতে যান।
একপর্যায়ে রান্নার প্রয়োজনীয় চাল-ডাল আনতে সুমনের মা তাকে ডাকেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তায় সকাল সাড়ে ৮টার দিকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। তখনই তারা দেখতে পান সুমনের নিথর দেহ ঘরের তীরের সঙ্গে রশিতে ঝুলছে।
তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”
স্থানীয়রা জানান, সুমন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন এবং তার চলাফেরা ছিল অস্বাভাবিক। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, বিয়ের মাধ্যমে হয়তো সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্তু নববধূ ঘরে ওঠার দিনই চিরবিদায় নিলেন সুমন। এ ঘটনায় বর ও কনের পরিবারে চলছে শোকের মাতম, এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে গভীর চাঞ্চল্য।
No comments