বাঘায় ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় ৪৫০ পিচ ইয়াবাসহ ফিরোজ আহম্মেদ এবং আশিক হোসেন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বিনোদপুর সাজির বটতলা নামক এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল গ্রামের জয়নাল হোসেনের ছেলে ফিরোজ আহম্মেদ (৩১) ও একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আশিক হোসেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন আলী জানান, আটককৃতরা রোববার সন্ধ্যা সাড়ে ৫টার সময় বাঘা সীমান্ত এলাকা থেকে ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেট নিয়ে মোটরসাইকেল যোগে নাটোরের বাগাতিপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় তারা বাঘা উপজেলার বিনোদপুর সাজির বটতলা এলাকা পৌছলে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার উপপুলিশ পরিদর্শক (এ.এস.আই) মাকসুদের নেতৃত্বে ৪৫০ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন আলী জানান, আটককৃত দুই জনের নামে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

No comments