বাঘার ঐতিহাসিক ঈদ মেলার ডাক সম্পন্ন
রাজশাহীর বাঘায় প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ঈদ মেলা। প্রায় পাঁচশ বছর ধরে বাঘা শাহী মসজিদ ও মাজার এলাকায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্য করে বৃহস্পতিবার (১৬-০৫-১৯) দুপুরে এ মেলাটি উন্মুক্ত ডাকে ইজারা প্রদান করেছেন মাজার কর্তৃপক্ষ।
ঈদের দিন থেকে শুরু করে পরবর্তি ১৫ দিনের জন্য ইজারার নিমিত্বে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ উন্মুক্ত ডাকের ঘোষনা দিলে, শর্তনুযায়ী ৮ লক্ষ টাকা বিডি জমা দান পূর্বক ১৮ জন ব্যবসায়ী ডাকে অংশ গ্রহন করেন। ডাকে সর্বোচ্চ ২১ লক্ষ ৫২ হাজার টাকা দর ঘোষনাকারী বাঘা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন মেলার ইজারা পেয়েছেন। ২১ লাখ ৪০ হাজার টাকা দ্বিতীয় ডাককারি হিসাবে ছিলেন জাপা নেতা মহিদুল ইসলাম ।
No comments