Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে হেরোইন ও ফেন্সিডিলসহ ১০ জন আটক

    রাজশাহীর চারঘাটে ০৫ গ্রাম হেরোইন ও ৫৭ বোতল ফেন্সিডিলসহ ১০ জনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। শনিবার রাতে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরর সামনে থেকে ৫৭ বোতল ফেন্সিডিলসহ রুবেল আলী (২৭) কে আটক করা হয়েছে। আটককৃত রুবেল চারঘাট উপজেলার মিয়াপুর চাইপাড়া গ্রামের মৃত ইন্দ্রিস মাস্টারের ছেলে।
    এদিকে রাতেই ০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, থানার আস্করপুর বাজারপাড়া গ্রামের এনামুল হকের ছেলে মুকুল হোসেন (৩০) এবং তার স্ত্রী নাদিরা বেগম (৪০) ও মেরামাতপুর দিড়িপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে জারমান আলী (৩২)।
    এছাড়া মাদক সেবনকারী ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো থানার মেরামাতপুর দিড়িপাড়া গ্রামের আজিবার রহমানের ছেলে গাফফার (২৫), গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫), বাবুপাড়া গ্রামের একরামের ছেলে আকিম উদ্দীন (৪১) ও মৃত ফজলের ছেলে হাবিল (৪০)।
    মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী সবুজ আলীকে আটক করা হয়েছে। সে উপজেলার হলিদাগাছী আবাসনের আয়নাল হকের ছেলে। এছাড়াও নারী ও শিশু মামলার আসামী মাইনুল ইসলাম আটক হয়েছেন। সে দৌলতপুর গ্রামের এমাজ উদ্দীনের ছেলে।
    চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মাদক আইনে মামলার দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728