চারঘাটে তিনদিনে দুইটি আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলায় তিনদিনে যুবক ও গৃহবধু আত্নহত্যার ঘটনা ঘটেছে। গত বুধবার সকালে উপজেলার কালুহাটি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পার্শ্বে আম বাগানে স্ত্রীর ওড়না দিয়ে হৃদয় ইসলাম (২৪) নামের এক যুবক আত্নহত্যা করে।
নিহত হৃদয় ওই গ্রামের বিল্লাতের ছেলে। থানা ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, তিনি একজন মাদকসেবী বা নেশা করত। সে কয়েক বার আত্নহত্যা করার চেষ্ঠা করে বলে জানান এলাকাবাসী। প্রতিদিনের মত সেদিন সকালে রাগ করে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পার্শ্বে আম বাগানে গাছের ডালে ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। এলাকার আসিফ ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নিহতের পরিবারকে খবর দিলে তার মা চায়না বেগম ঝুলন্ত লাশটি নামিয়ে আনে। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে নিহতের ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। লাশটি ময়না তদন্তের জন্য রাজশাহী মর্গে প্রেরন করা হয়। অপরদিকে ১৫ জুন শনিবার ভোর রাতে চারঘাট উপজেলার নন্দনগাছি জ্যোতর্কাতিক গ্রামে সমর কুমার এর স্ত্রী শ্রীমতি লক্ষীরানী (৩০) নামের এক গৃহবধু তার নিজ ঘরে তীরের সঙ্গে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছ। স্থানীয় এবং নিহতের পরিবার জানান, শ্রীমতি লক্ষীরানী র্দীঘদিন যাবত মানষিক রোগে ভুগছিলেন।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, দুইটি আত্নহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ইউডি মামলা দায়ের করেছে।

No comments