Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে আগুনে পুড়লো ৭০ লক্ষ টাকার মালামাল, আহত ৪


    রাজশাহী প্রতিনিধি- রাজশাহী চারঘাট উপজেলায় বিদ্যুৎ সর্ট সার্কিট আগুনে প্রায় ৭০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই এবং ৪ জন আহত হয়েছে। উপজেলা হেমন্তমোড় নামক স্থানে একটি ৩য় তলা দুই ইউনিট বিশিষ্ট আবাসিক বাড়িতে আগুন লাগলে ওই ঘটনা সূত্রপাত হয়। পরিবার ও স্থানীয়দের দাবি প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছায় হয়েছে।

    উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, চারঘাট সার্কেল সিএএসপি নুরে আলম, পৌর মেয়র জাকিরুল ইসলাম এবং ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আহত প্রিতম, রাজু, জামিল এবং মনিরুলকে দেখেতে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কর্তব্যরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন এবং আহতদের সঠিক ভাবে চিকিৎসা করার পরামর্শ দেন।

    ঈদ মৈসুমে ফায়ার ইউনিট বিভিন্ন জনবহুল এলাকায় কর্তব্যরত থাকে। তদুপরি জেলার বাঘা উপজেলার ঐতিহ্যবাহি মেলার নিরাপত্তার কারণে চারঘাট ফায়ার ইউনিট ওই স্থানে কর্তব্যরত ছিল। চারঘাট উপজেলা আগুন লাগার ঘটনা জানামাত্র রাজশাহী বিশ^বিদ্যালয়, পুঠিয়া এবং চারঘাট ফায়ার ষ্টেশন একসঙ্গে ওই তৃতীয় তলা বিল্ডিং এর আগুন নিয়ন্ত্রনে আনে।

    ওই বাড়ির মালিক আবেদ চৈাধুরী তার বাড়িতে নিজ কক্ষে থাকেন না। তবে বাড়ির কাজে নিযুক্ত আছে কেয়ার টেকার কালাম উদ্দিন। প্রতিদিনের ন্যায় আজ শনিবার সে ওই কক্ষে কাজ করছিল। কিন্ত কোন কিছু বুঝার পূর্বে ওই কক্ষে আগুন ধরে যায়। যার কারনে তৃতীয় তলার দুই ইউনিট পুড়ে ছায় হয়ে যায়। তিন ইউনিট ফায়ার ষ্টেশন একসঙ্গে কাজ করার কারনে হতহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন সহকারী পরিচালক আব্দুর রশিদ রাজশাহী ফায়ার ষ্টেশন।

    ওই সময় চারঘাট মডেল থানার এসআই মোস্তফা, ফায়ার ষ্টেশন লিডার জহুরুল ইসলাম, রশিদ, শামিম, রুহুল আমিন, মানিক এবং স্থানীয় জনগনের সম্মিলত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রে আনে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728