Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় নির্বাচন সামনে রেখে ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
     বাঘায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাজুবাঘা ইউনিয়ন আ’লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের দলীয় মনোনীত প্রার্থী ফজলুর রহমান ফজল। ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক দুলাল হোসেনের সঞ্চালনায় ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের সভাপতি সাধারন সম্পাদকসহ ওয়ার্ডের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
     ১ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম জানান,দারিদ্রমুক্ত বাংলাদেশ আ’লীগের রাজনীতিতে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষা.স্বাস্থ্য,খাদ্য বাসস্থান,রাস্তাঘাট ও বিদ্যুসহ সকল স্তরে উন্নয়ন হয়েছে। ৩ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান বলেন, এই উন্নয়ন ধরে রাখতে দলীয় প্রার্থীর প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে দলীয় নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উপস্থিত নের্তৃবৃন্দ।
     চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান বলেন,নির্বাচিত হলে আমি জনগনের ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্নগুলো বাস্তবায়নের চেষ্টা করবো। সুত্রে জানা গেছে, ১৬ বছর পর আগামী ১৪ অক্টোবর  বাজুৃবাঘাসহ চার ইউনিয়নের কাঙ্খিত নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। 



    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728