পুঠিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেনাসদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদন,পুঠিয়া : রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাজন (৩৫) নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে পুঠিয়ার বেলপুকুর ইউনিয়নের ভরুয়াপাড়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজন রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
রাজন রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, লাইসেন্স করার জন্য রাজন মোটরসাইকেল চালিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাজশাহী কার্যালয়ে যাচ্ছিলেন। পথে ভরুয়াপাড়া এলাকায় একটি ব্রিজের ওপর উঠে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহটি রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

No comments