বাঘায় বেগম রোকেয়া দিবস উদযাপন ও জয়িতাদের সংবর্ধনা
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন এবং জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৯ ডিেেসম্বর) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে ।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) আলপনা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমারের উপস্থাপনায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফিউন নাহার, সাংবাদিক নুরুজ্জামান,বিভাগীয় জয়িতা শরিফা বেগম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এনামুল হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, এ্যাড. আবদুল হান্নান প্রমুখ।
পরে সমাজ উন্নয়ন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্র, অর্থনৈতিক সাফল্য, নির্যাতনের ভুমিকা ও নতুন উদ্যোমী জীবনের উপর অবদান রাখায় বিপাশা খাতুন, সামিউন ইসলাম, আরিফা বেগম ও শারমিন খাতুনকে সফল জয়িতা হিসেবে সংবর্ধনা দেয়া হয়।
No comments