Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে পলিথিন নিধন অভিযান


    আব্দুল মতিন চারঘাট:
    চারঘাটে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পলিথিন নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় চারঘাট বাজারে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

    এসময় বক্তারা বলেন, প্লাস্টিক আর পলেথিন পৃথিবীর ভারসাম্য হারিয়ে দিচ্ছে। পলিথিন ব্যাগ, কসমেটিক প্লাস্টিক, গৃহস্থলির প্লাস্টিক, বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের বেশিরভাগই পুনঃচক্রায়ন হয় না৷ এগুলো পরিবেশে থেকে বর্জ্যের আকার নেয়৷ মানুষের অসচেতনতাই এর প্রধান কারণ৷ প্লাস্টিক এবং পলেথিন এমন এক রাসায়নিক পদার্থ যা পরিবেশে পঁচতে অথবা কারখানায় পুনঃপ্রক্রিয়াকরণ করতে প্রচুর সময় লাগে৷ তাই একে “অপচ্য পদার্থ” হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আর তাই রাজশাহীর চারঘাট উপজেলাকে পলিথিন মুক্ত রাখতে ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে চারঘাট ইয়ূথ এ্যাম্বাসেডর,পিএফজি ও চারঘাট রিপোর্টার্স ক্লাব।

    এসময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পিএফজির জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা, চারঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান, পিএফজির উপজেলা সমন্বয়কারী এ কে আজাদ(সনি)সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী এবং উপজেলার একশ জন ইয়ূথ।

    দিকনির্দেশনা মূলক বক্তব্য শেষে অতিথিসহ সকলে মিলে চারঘাট বাজারে পলিথিন নিধন অভিযান করা হয়। পুরো বাজারের রাস্তায় পড়ে থাকা পলেথিন সংগ্রহ করে পুড়িয়ে ফেলা হয় এবং চারঘাট মডেল থানার সৌজন্যে বাজারের বিভিন্ন পয়েন্টে ডাষ্টবিন স্থাপন করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728