চারঘাটে ১০০ অসহায় পরিবারকে উপহার দিলো "পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র"
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর চারঘাটে বেসরকারি উন্নয়ন সংস্থা "পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের" পক্ষ থেকে কর্মহীন গরিব ও অসহায়দের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
শনিবার সকালে চারঘাট ফরহাত আলাউদ্দীন মডেল স্কুলে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপের পক্ষ থেকে শতাধিক অসহায় দুস্থ পরিবারকে এই শুভেচ্ছা উপহার দেয়া হয়। এসময় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১টি সাবান, ২টি মাস্ক এবং নগদ ২শত টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দের রাজশাহী জোনের জোনাল ম্যানেজার মো: আজিমুল ইসলাম,এরিয়া ম্যানেজার মো: জালাল উদ্দীন, রাজশাহী জেলা আ'লীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম বাদশা, ব্রাঞ্চ ম্যানেজার এ এইচ এম ফিরোজসহ চারঘাট ব্রাঞ্চের সকল কর্মীবৃন্দ।
এসময় শুভেচ্ছা উপহার প্রদানকালে "পদক্ষেপ মানবিক মানবিক উন্নয়ন কেন্দ্র" রাজশাহী জোনের জোনাল ম্যানেজার মো: আজিমুল ইসলাম বলেন, আমরা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে চারঘাটের অসহায় ব্যক্তিদের এই করোনা মহামারিতে শুভেচ্ছা উপহার হিসেবে চাউল, আলু, লবণ, মসুর ডাল, তেল, সাবান, মাস্ক এবং নগদ টাকা প্রদান করেছি এবং আমাদের এই সামাজিক কর্মকান্ড আগামীতে ও অব্যাহত থাকবে।##
No comments