Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীতে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেলো শিশু জাহিদের


    নিজস্ব প্রতিবেদক:
    রাজশাহীতে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে জাহিদ হোসেন (১২) নামের শিশু মারা গেছে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ রাজশাহী নগরের শাহমখদুম আলিফ লাম মীম ভাটা এলাকার আক্তার হোসেনের ছেলে।

    জানতে চাইলে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফল ইসলাম জানান, জাহিদেরা দুই ভাই। তারা দু’জনে বিকেলে ঘুড়ি উড়ানোর একপর্যায়ে আকাশে সুতা কেটে যায়। এতে উড়ে আসে আরডিএর আবাসিক এলাকার একটি গাছের সঙ্গে আটকে যায়।

    এসময় জাহিদ সেই ঘুড়ি নামাতে গাছে উঠে। তবে গাছের সঙ্গে বিদ্যুতের তারে জড়ে যায় সে। স্থানীয়রা ও পুলিশের সহাযোগিতায় বিদ্যুতের লাইন বন্ধ করা হয়।

    ওসি আরও বলেন, পরে মই দিয়ে গাছ থেকে জাহিদকে নামিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

    হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728