এম এম জাহেরুল আহসান ফারুক সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া /আশীর্বাদ ও সমর্থন কামনা করছে ||rajshahirdorpon24
![]() |
এম এম জাহেরুল আহসান ফারুক সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া /আশীর্বাদ ও সমর্থন কামনা করছে |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
সাভার পৌরসভা ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে, তরুণ সমাজসেবক, ক্রিয়া অনুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী, সাভার উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক এম এম জাহেরুল আহসান ফারুক , দল-মত নির্বিশেষে, জনতার প্রার্থী হিসেবে ইতিমধ্যে গণসংযোগ উঠান বৈঠক চালাচ্ছে।
আসন্ন পৌরসভা নির্বাচন কে কেন্দ্র করে,২০১৫ ইং সালের নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছিল প্রচুর জনপ্রিয়তা থাকা সত্ত্বেও মুরুব্বিদের কোথায় নির্বাচন থেকে সরে দাঁড়ায়, কিন্তু এই আসন্ন নির্বাচনে এলাকার মুরুব্বিগণ, যুবক, ছাত্র সর্বস্তরে এলাকাবাসীর সমর্থন নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছে, যাদের জন্য বিগত নির্বাচনে অংশগ্রহণ করেনি তারাও তার পাশে রয়েছে, তাছাড়া করোনা দুর্যোগকালীন সময়ে অগ্রণী ভূমিকা রেখেছে সমাজের অসহায় দারিদ্র লকডাউনে কর্মহীন মানুষের জন্য, ব্যক্তিগত উদ্যোগে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছে, মৃত্যুভয় পরোয়া না করে নিজের শরিলে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসে, এলাকাবাসী তাকে করোনা প্রতিরোধ যুদ্ধা নামে ডাকে, দুঃসময়ে এলাকাবাসী জন্য প্রশংসনীয় ভূমিকা রাখার জন্য, পারিবারিক রেওয়াজ অনুযায়ী, প্রতি বছর ঈদে অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকে, এবছর শীতে অসহায় দরিদ্র মানুষের মধ্যে প্রতিবছরের মতো কম্বল বিতরণ করছে
সমাজকে মাদক মুক্ত রাখার জন্য খেলাধুলার প্রতি রয়েছে তার বিশেষ অবদান, যেকোনো খেলাধুলার বিষয়ে এলাকার লোকজন গেলে সর্বাত্মক সহযোগিতা করে,এলাকার উন্নয়নে রয়েছে তাঁর বলিষ্ঠ অবদান, বর্তমান কাউন্সিলর এর নজরে যেসব কাজ চোখে পড়ে না, বা কাজ করতে অনীহা প্রকাশ করে, সে ব্যক্তিগত ভাবে পৌর মেয়রের নিকট সমস্যার কথা জানিয়ে বেশ কয়টি রাস্তায় ড্রেনের ব্যবস্থা করেছে, যেটা দেখার কথা ওই এলাকার কাউন্সিলরের, কিন্তু কাউন্সিলরকে বলেও যখন কাজ হয়না, তিনি গুরুত্ব দেয় না, তখন সে নিজে পৌরসভার মেয়র কে গিয়ে মানুষের চলাফেরা করতে সমস্যা হয়, এই কয়টি জায়গায় লাইট লাগানোর প্রয়োজন,তাৎক্ষণিক মেয়র আলহাজ্ব আব্দুল গনি , তার সাথে লোক পাঠিয়ে লাইট লাগানোর ব্যবস্থা করে দেন, নিজে কাউন্সিলর না হয়েও কাউন্সিলর মত এলাকাবাসীর জন্য কাজ করছে এমন টা জানায় এলাকার সাধারণ মানুষ
এই বিষয়ে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এম এম জাহেরুল আহসান ফারুক কাছে জানতে চাইলে, উনি বলেন, “রোগের কথা ডাক্তারের কাছে না বললে ডাক্তার ওষুধ দেবে কি করে? এমনও কিছু ৫ নং ওয়ার্ডের সমস্যা ছিল, বর্তমান কাউন্সিলর বিষয়গুলো অবগত ছিল, কিন্তু কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি, তাই আমি সরাসরি পৌরসভার মানবিক মেয়র আলহাজ্ব আব্দুল গনি ভাইয়ের কাছে গিয়ে বিভিন্ন সমস্যার কথা বলার সাথে সাথে, প্রতিটি কাজই করে দেয়, মূল বিষয় হচ্ছে সমাজের জন্য কাজ করার ইচ্ছা থাকলে, কোন পদ পদবীর প্রয়োজন পড়ে না, যেমনটি আমি বিগত ৫ বছর করে আসছি
আমি প্রার্থী হয়েছি, এলাকাবাসী যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে আমাকে নির্বাচিত করবে, আমি আশাবাদী এলাকাবাসী আমার কর্মকাণ্ডের মূল্যায়ন করবে ব্যালটের মাধ্যমে, এটা আমার বিশ্বাস, মানুষ অনেক বিবেকবান, তারা কাজের মানুষকেই নির্বাচিত করবে, যারা সমাজের কাজে আসে তাদেরকে এগিয়ে নেবে, আমি এলাকাবাসীর নিকট দোয়া, আশীর্বাদ কামনা করি, আমি একটি অঙ্গীকার করি, যেহেতু মেঘনা নদী পার গেসে আমাদের এলাকা, অনেক মানুষই এখানে অবসর সময়ে ঘুরতে আসে, দূরদূরান্ত থেকে আসে, তাই আমি মনে করি ৫ নং ওয়ার্ড টা খুবই গুরুত্বপূর্ণ,এখানে কিছু সৌন্দর্য বর্ধনের কাজ করলে, বিভিন্ন এলাকার জনসাধারণের সমাগম ঘটবে আরো বেশি, যদি এলাকাবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, এই ৫ নং ওয়ার্ড কে নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করব, ৫ নং ওয়ার্ড হবে সাভার পৌরসভার রোল মডেল”
মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে দেখা যায় ৫ নং ওয়ার্ডের ইতিমধ্যে যাদের নাম শোনা যাচ্ছে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে, এদের মধ্যে থেকে এম এম জাহেরুল আহসান ফারুক জনপ্রিয়তার শীর্ষে, প্রচার-প্রচারণায় এগিয়ে, তাছাড়া ভোট প্রদানের ক্ষেত্রে তার বিগত দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন করতে গেলে,কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এম এম জাহেরুল আহসান ফারুক কোন বিকল্প নেই,এইবার তাকে নির্বাচিত করবে এমনটা মনে করে এলাকার সচেতন নাগরিক বৃন্দ।
No comments