Header Ads

  • সর্বশেষ খবর

    আড়ানী পৌরসভার বিদ্রোহী প্রার্থী রিবন আহম্মেদ বাপ্পী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ||rajshahirdorpon24

     


    স্টাফ রিপোর্টার:

    রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী ২০২১ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন অফিস। মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা কাইন্সল পদে ১০ ও সাধারন কাউন্সিল পদে ২৯ জন। তবে মেয়র পদে চুড়ান্ত প্রার্থীরা হলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীয় নৌকা প্রতীক নিয়ে  শহিদুজ্জামান শহীদ, আ্ওয়ামীলীগের দুই বিদ্রোহী প্রার্থীরা হলেন মেয়র মুক্তার আলী ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পী।


     ২ জানুয়ারী ২০২১ বিকেল সাড়ে তিন টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী  মোবাইল প্রতীক নিয়ে(স্বতন্ত্র) মেয়র প্রার্থী রিবন আহম্মেদ বাপ্পী আসন্ন ১৬ জানুয়ারীর নির্বাচন থেকে সরে দাড়ালেন।


    নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর বিষয়ে সাংবাদিকের  জানান, রিবন আহম্মেদ বলেন, আমি বাংলাদেশ আওয়ামীলীগ পরিবারের সন্তান। তাই বাংলাদেশ আওয়ামীলীগের রাজনৈতিক মত আদর্শের অনুসারী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের মাননীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার এবং স্থানীয় সাংসদ মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমের সিদ্ধান্তের প্রতি অবিচল আস্থা ও সম্মান প্রদর্শন পূর্বক ও অত্র অঞ্চলের আওয়ামীলীগের সাংগঠনিক শৃংখলা যথাযথ অনুসরন করার লক্ষ্যে, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার অভিপ্রায় ব্যক্ত করে অত্র নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম এবং আমার প্রতীক মোবাইল ফোনের প্রচার প্রচারণা থেকে বিরত থাকবো এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে সকল  জনসাধারনকে প্রচার প্রচারণাসহ নৌকা প্রতীকের বিজয়ে সর্বাত্বক সহযোগীতা করার জন্য আহবান জানিচ্ছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728