আড়ানী পৌরসভায় নৌকার নির্বাচনী কর্মী সভা ও গণসংযোগ, সাধারণ মানুষের বিপুল সাড়া ||rajshahirdorpon24
![]() |
আড়ানী পৌরসভায় নৌকার নির্বাচনী কর্মী সভা ও গণসংযোগ, সাধারণ মানুষের বিপুল সাড়া |
স্টাফ রিপোর্টার:
আড়ানী পৌরসভা রুস্তমপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সভায অনুষ্ঠিত। জানা গেছে, ৮ জানুয়ারী শুক্রবার রুস্তমপুর বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মতিউর রহমান মতি (সাধারণ সম্পাদক আড়ানী পৌরঃ আওয়ামীলীগ)
এসময় উপস্থিত ছিলেন ,মোঃজয়নাল আবেদিন, (সভাপতি আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ)
মাহাতাব উদ্দিন সাধারণ সম্পাদক (আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ), মোঃ আজিবর রহমান (যুবলীগের সভাপতি আড়ানী পৌর: ৯নং ওয়ার্ড) , ওয়াসিম মন্ডল (সাধারন সম্পাদক ৯নং ওয়ার্ড যুবলীগ),
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ বজলুর রহমান (স:শি:ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ৯নং ওয়ার্ড যুবলীগ আড়ানী পৌর:) মোস্তাফিজুর রহমান সাগর, (সাবেক সাধারণ সম্পাদক আড়ানী পৌর ৯নং ওয়ার্ড যুবলীগ), মোঃ আবুল হাসান (সহ-সম্পাদক বাঘা উপজেলা ছাত্রলীগ ), জুয়েল রহমান,(সভাপতি আড়ানী পৌর:৯নং ওয়ার্ড ছাত্রলীগ),রিদয় সরকার (সাবেক সভাপতি আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড ছাত্রলীগ), মোস্তাক আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড ছাত্রলীগ) । বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসব নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন বলে প্রতিজ্ঞা করেছেন।
ভিডিওএসময় প্রধান অতিথি বলেন, নৌকা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা হলো উন্নয়ন, গণতন্ত্র ও সাধারণ মানুষের ভাগ্যন্নয়নের প্রতিক। তিনি বলেন, নৌকার বিজয় মানে মাননীয় প্রধানমন্ত্রীর বিজয়, নৌকার বিজয় মানে উন্নয়ন-গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার আদায়ের বিজয়, নৌকার বিজয় মানে স্বাধীনতার পক্ষের এবং মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। তিনি বলেন, স্বাধীনতার পক্ষের ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে এবং উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় ব্যতিত বিকল্প নাই।
তিনি বলেন, বিষয়টি বিবেচনা করে সকলকে ঐকবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দিতে হবে।পরে আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের নিয়ে এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন ।
No comments