শহীদ বেদী ভাঙ্গার পরিকল্পনা, বামপন্থীদের প্রতিবাদ ||rajshahirdorpon24
![]() |
শহীদ বেদী ভাঙ্গার পরিকল্পনা, বামপন্থীদের প্রতিবাদ |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে শহীদ বেদী ভাঙ্গার পরিকল্পনা করার প্রতিবাদে সমাবেশ করেছে বামপন্থী সংগঠনগুলো।
সোমবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এর রানা প্লাজার সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।
প্রতিবাদ প্রতিরোধ শহীদ বেদী রক্ষা কমিটির ব্যানারে এ প্রতিবাদ সমাবেশে বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও রানা প্লাজার আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে এসময় বামপন্থি সংগঠনের নেতাকর্মীরা বলেন, জোর করে কখনো রানা প্লাজার সামনে অবস্থিত শহীদ বেদী ভেঙ্গে ফেলতে দেয়া হবে না। কেউ ভাঙ্গার চেষ্টা করলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ঢাকা আরিচা মহাসড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ করছেন সড়ক ও জনপদ বিভাগ। রানা প্লাজার সামনে যেখানে শহীদ বেদী রয়েছে তার সামনে দিয়ে ড্রেন নির্মাণ করা হলে শহীদ বেদীটি ভেঙ্গে ফেলে দেয়া হতে পারে।
এ ঘটনাকে কেন্দ্র করে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে মুখোমুখি অবস্থানে রয়েছে বাম সংগঠনগুলো। যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বর্তমানে ওই স্থানে ড্রেন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে সংগঠনগুলো।
No comments