মনোনয়ন পত্র জমা দিলেন মেম্বার প্রার্থী জহুরুল ইসলাম।। rajshahirdorpon24
| মনোনয়ন পত্র জমা দিলেন মেম্বার প্রার্থী জহুরুল ইসলাম |
স্টাফ রিপোর্টার, বাঘা:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঘা উপজেলার ৭ নং চকরাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৬শে ডিসেম্বর ইউপি নির্বাচন মেম্বার পদে ০৭ নং ওয়ার্ড বাসীর সমর্থিত প্রার্থী জহুরুল ইসলাম।২৪ নভেম্বর বুধবার দুপুরে বাঘা উপজেলায় রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন জহুরুল ইসলাম।
নির্বাচনের তফসিল ঘোষনার আগে থেকেই ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরছেন সর্বস্তরের প্রিয়নেতা,বাল্যবিবাহ যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী ও সাহসী পুরুষ । তিনি তার ওয়ার্ড কে সন্ত্রাস,দুর্ণীতি, মাদকমুক্ত আধুনিক ওয়ার্ড গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী যুদ্ধে মাঠে নেমেছেন।
জহরুল ইসলাম বলেন,আমি যদি নির্বাচনে ভোটে জয়ী হতে পারী তাহলে নিজের জীবনের বিনিময়ে হলেও সমাজের নিরীহ গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে থেকে কাঁদে কাঁদ মিলিয়ে ইউনিয়ন বাসীর সেবা ও উন্নয়ন করার পাশাপাশি তার নির্বাচনীএলাকাকে,মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহমুক্ত,
নারী-নির্যাতনমুক্ত একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে অগ্রনী ভূমিকা রেখে কাজ করে যাব ইনশাআল্লাহ।
No comments