চারঘাটে ভোট প্রার্থনায় সাবেক সাংসদ রায়হান
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : আসন্ন চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফকরুল ইসলামের পক্ষে নির্বাচণী মাঠে নেমেছেন সাবেক সাংসদ আলহাজ¦ রায়হানুল হক রায়হান ও তার সহধর্মীনি সাবেক পৌর মেয়র নার্গিস খাতুন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা প্রার্থীকে সঙ্গে নিয়ে উপজেলার পিরোজপুর, ডালিপাড়া, গোপালপুরসহ আশে পাশের গ্রামে নৌকার পক্ষে ব্যাপক গনসংযোগ করেন। গনসংযোগে সাবেক সাংসদের উপস্থিতি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ বাড়িয়ে দিয়েছে।
জানা যায়, সাবেক সাংসদ রায়হানূল হক রায়হানের হাত ধরেই রাজনীতির মাঠে উত্থান উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলামের। এরপর রাজনৈতিক কৌশলে দুজন দুরে থাকলেও আসন্ন উপজেলা নির্বাচণে আবারও এক কাতারে হয়েছেন তারা। আর এতে করে আগামী ১০ মার্চ নির্বাচণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফকরুল ইসলামের পক্ষে সব ধরণের মান অভিমান ভুলে এক কাতারে শামিল হয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ. ছাত্রলীগ, তাতিলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফলে দিন যতোই ঘনিয়ে আসছে আ”লীগ প্রার্থী ফকরুল ইসলামের জনপ্রিয়তা ততোই বাড়ছে।
এ বিষয়ে আলহাজ¦ রায়হানুল হক রায়হান বলেন, ফকরুল আমার ছোট ভাই। সে নির্বাচণে দাড়িয়েছে আর আমি তার পক্ষে কাজ না করে ঘরে বসে থাকবো এটাতো হতে পারে না। তাছাড়া নৌকা মানেই, বঙ্গবন্ধুর নৌকা। নৌকা মানেই, জননেত্রী শেখ হাসিনার নৌকা। তাই নৌকাকে বিজয়ী করতে আজ গোটা চারঘাটবাসিই একত্রিত হয়েছেন। আগামী ১০ মার্চ গনজোয়ার সৃষ্টি করে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে আ.লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ রাতের ঘুম হারাম করে মাঠে ময়দানে কাজ করছেন। আমার বিশ^াস নৌকার গনজোয়ারের কাছে সব কিছুই ভেসে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা দাবি করেন এবারের নির্বাচণে ফকরুল ইসলামের পক্ষে সাবেক সাংসদ রায়হানুল হক মাঠে থাকায় নৌকার আবারও গনজোয়ার সৃষ্টি হয়েছে। সব ধরণের ষড়যন্ত্র ভেদ করে নৌকার প্রার্থী ফকরুল জয়ী হবেনই ইনশাল্লা।
প্রসঙ্গ চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করছেন এ্যাড. টিপু সুলতান ও জাপার সমর্থক এ্যাড. ইকবাল হোসেন। তবে ইতিমধ্যে এ্যাড. টিপু সুলতানের আওয়ামীলীগের সব পর্যায়ের দলীয় পদ পদবী থেকে অব্যাহিত দিয়ে বহিস্কারের জন্য জেলা আ”লীগের নিকট চিঠি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ।
No comments