‘মাদক ও ইভটিজিং মুক্ত প্রতিষ্ঠান হবে মোহনগঞ্জ ডিগ্রী কলেজ’
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা মোহনগঞ্জ ডিগ্রী কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেন। মঙ্গলবার সকালে মোহনগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যাক্ষ আব্দুল লতিফ তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক ছাত্রনেতা বদিউল আলম লিংকন।
এ সময় তিনি বলেন, ‘‘মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে এ সরকার কঠোর অবস্থানে রয়েছে। তার ধারাবাহিকায় আমরা এ কলেজকে মাদক ও ইভটিজিং মুক্ত প্রতিষ্ঠান
হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের এক সঙ্গে কাজ করতে হবে। আমরা এ কলেজকে সেরা কলেজের তালিকায় নিয়ে যেতে চাই।’’
অনুষ্ঠানে মাদক ও ইভটিজিং মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এক সঙ্গে কাজ করতে হাত তুলে প্রতিশ্রুতি দেন।
এসময় অন্যদের উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যাক্ষ নরুল হুদা, প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান খাঁন, গভর্নিং বডির বিদুৎত শাহী সদস্য ও যুবলীগ নেতা সানোয়ার হোসেন, রহিদুল ইসলাম, আবু রায়হান বাবু, কলেজের অভিভাবক প্রতিনিধি মোজ্জামেল হক, আব্দুল লতিফ, তৈবুর রহমান, শিক্ষক প্রতিনিধি সামসুল ইসলাম, কাউছার আলী, সুমিতা ঘোষ।
অনুষ্ঠান সহকারী অধ্যাপক শামসাদুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক নুরুশাফা, মো: লতিফ, আনিসুর রহমান, জামিলুর রহমান, আফজাল হোসেন, মমতাজুল ইসলাম, সমির উদ্দিন, মশিউর রহমান, মজিবর রহমান, আইনুল হক, শামিমা আক্তার, প্রতাফ চন্দ সরকার।
No comments