বাগমারায় আনসার সদস্যদের মাঝে ঋণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : দেশ গঠনে আনসার সদস্যদের ভুমিকা অপরীসিম। তাই আনসার সদস্যদের জীবন মান উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করছেন। বর্তমান আ’লীগ সরকার ক্ষমতায় আসায় পর অবহেলিত আনসার সদস্যদের মান উন্নয়নের জন্য কাজ করছেন। তাদের জীবন মান উন্নয়নের জন্য সরকার আনসার ভিডিপি উন্নয়ন নামের ব্যাংকস্থাপন করেছেন।
সারা দেশের আনসার সদস্যরা ওই ব্যাংক থেকে সল্প সুদে ঋন গ্রহনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে অনেকেই। তার স্বাবলম্বী হওয়ার জন্যই বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যাংকটি স্থাপন করেছেন। দেশের অন্যান্য বাহিনীর মত আনসার ভিডিপি বাহিনীর দিকেও সরকার নেক নজর রেখেছে। দেশ ও জাতী গঠনে আনসার সদস্যদের ভুমিকা রাকার জন্য সরকারও তাদের প্রতি নজর দিয়েছে।
শনিবার রাজশাহীর বাগমারা উপজেলায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অবহেলিত আনসার সদস্যদের সব ধরনের সুযোগ সুবিধার সৃষ্টি করেছেন। আগামীতে আনসার বাহিনীকে আরো শক্তিশালী করা হবে বলে তিনি জানিয়েছেন। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নিজস্ব ভবনের জন্য ব্যক্তিগত ভাবে নিউ মার্কেটে বিনা ভাড়ায় রুম বরাদ্দ দেয়ার ঘোষনা দেন।
বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে ও দুর্গাপুর উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন, বাগমারা শাখার ব্যবস্থাপক খোন্দকার ফারুক আহম্মদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাহবুব হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, উপজেলা আ’লীগের সহসভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারোয়ার আবুল, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহদপ্তর সম্পাদক নুরুল ইসলাম, আ’লীগ নেতা লুৎফর রহমান, ইসমাইল হোসেন কর্নেল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৭ জন আনসার সদস্যদের মাঝে ১০ লাখ টাকারঋন বিতরন করা হয়।
No comments