Header Ads

  • সর্বশেষ খবর

    স্বপ্নের মানুষ স্বপ্নেই আছে, বাস্তবে নাই’


    বিনোদন ডেস্ক : আবারো নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেছেন ঢালিউড সুন্দরী শবনম বুবলী। শুক্রবার থেকে শুরু হওয়া তার এই চলচ্চিত্রের নাম ‘পাসওয়ার্ড’। মালেক আফসারী পরিচালিত এই চলচ্চিত্রেটিতে বরাবরের মতই ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে বুবলীকে।
    সম্প্রতি অভিনেত্রী পরীমনির বাগদান সম্পর্ণ করেছেন। বাগদানের ঝলমলে ছবির ছড়াছড়ি খবরের কাগজ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিগুলোর বেশ ভালো লেগেছে বুবলীর। পরীমনির জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি।
    কিন্তু নিজের বিয়ের বিষয়ে বুবলী বলেন, ‘বিয়ে পরিকল্পনা করে হয় নাকি! দেখবেন হুট করেই স্বপ্নের মানুষ চলে এসেছে আমার জীবনে। আর ‘স্বপ্নের মানুষ স্বপ্নেই আছে, বাস্তবে নাই।’
    ২০১৬ সালে নায়িকা হিসেবে অভিষেক হয় শবনম বুবলীর। ৩ বছরে ৭টি চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তাই দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ওঠাটা অস্বাভাবিক নয়। বিষয়টি গসিফ হিসেবেই শকিব ও বুবলী ভক্তদের মুখে মুখে শোনা যায়। এর কোন বাস্তব প্রমার কেই প্রকাশ করতে পারেনি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728