Header Ads

  • সর্বশেষ খবর

    তানোরে বিএনপির ভোট বর্জনের ঘোষণা



    নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা বিএনপি’র উদ্যোগে মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনীময় সভায় বিএনপি’র পক্ষ থেকে তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষনা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে তানোর গোল্লাপাড়া বাজারস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনীময় সভায় উপস্থিত সকল নেতা-কর্মিদের সম্মতিতে ভোট বর্জনের এ ঘোষনা দেয়া হয়।
    এসময় বক্তারা বলেন গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা তাদের ভোট সঠিক ভাবে প্রদান করতে না পারায় বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করেনি। একারনে তানোর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত-বিএনপি’র কোন নেতা-কর্মিসহ সমর্থকদের ভোট কেন্দ্রে না গিয়ে বাড়িতেই অবস্থান করবেন এবং ভোট না দিয়ে সরকারকে বুঝিয়ে দিতে হবে যে জামায়াত-বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের পূর্নতা পায়না এবং জনগন ভোট দিতে ভোট কেন্দ্রে যায়না। এসময় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত নেতা-কর্মিদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেয়া হয়।
    উক্ত মতবিনীময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও তানোর পৌর সভার মেয়র মিজানুর রহমান মিজান। তানোর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও মুন্ডুমালা পৌর বিএনপি’র সাধারন সম্পাদক পিরোজ কবিরের সঞ্চালনয় অনুষ্ঠিত মতবিনীময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাধাইড় ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনা, মুন্ডুমালা পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, তানোর পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুস সালাম, কলমা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুলতান আহম্মেদ, বাধাইড় ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, কামারগাঁ ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক জাইদুর রহমান, তানোর পৌর সভার ৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আবু সাইদ বাবু, তানোর পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক ওবাইদুর রহমান, তানোর উপজেলা যুবদল সাধারন সম্পাদক শরিফ উদ্দিন মুন্সী, তানোর পৌর যুবদল সভাপতি এমদাদুল হক, তানোর পৌর যুবদল সাধারন সম্পাদক আতিকুর রহমান লিটন প্রমুখ।
    এসময় তানোর উপজেলা বিএনপি যুবদলসহ অংগ সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন। উক্ত মতবিনীময় সভায় অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক, তানোর উপজেলা বিএনপি’র সভাপতি মোজাম্মেল হকের সুস্থ্যতা এবং প্রয়াত তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমরান আলী মোল্লা, মুন্ডমালা পৌরসভার মেয়র শীশ মোহাম্মদ, তানোর পৌর মেয়র ফিরোজ সরকার, তানোর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আশরাফ আলীসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মিদের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728