Header Ads

  • সর্বশেষ খবর

    ফের সমালোচনার কবলে শাহরুখের মেয়ে








    বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শাহরুখ কন্যা সুহানা খান। মাঝে মধ্যেই সুহানাকে নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবি পোস্ট করতে দেখা যায়। আর এই পোস্টের জন্য বেশ কয়েকবার বিভিন্ন কারণে ট্রোলও হতে হয়েছে শাহরুখ কন্যাকে। ফের বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি পোস্ট করে ট্রোল হতে হলো সুহানাকে।
    অবশ্য কারণটা পার্টি করার ছবি শুধু নয়, ছবি ক্যাপশনে সুহানা Friends শব্দটি লিখেছেন, যার বানান ভুল। যে কারণে কেউ সুহানাকে সঠিক বানান লেখার পরামর্শ দিয়েছেন, কেউ বা আবার ফ্রেন্ডস বানান সুহানা জানেন না বলে কটাক্ষ করেছেন। কেউ আবার মত্ত সুহানাকে কটাক্ষ করেছেন।সূত্র:কালের কণ্ঠ।
    প্রসঙ্গত, লন্ডনের আর্ডিংলি কলেজে পড়েন শাহরুখ কন্যা আপাতত সেখানেই থাকেন তিনি পড়াশোনার পাশাপাশি অভিনয়ও শিখছেন সেখানেই। খুব শীঘ্রই হয়ত বলিউডে দেখা যাবে সুহানা খানকে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728