তুচ্ছ ঘটনায় রাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১ মার্চ) দুই দফা সংঘর্ষটি ঘটে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে ও জোহা চত্বরে। আহতরা হলেন- ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী এবং বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আসিফুল ইসলাম আসিফ ও আব্দুল্লাহ আল মারুফ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী এবং অর্থনীতি বিভাগের ইসহাক রেজা অনিক। এদের মধ্যে আসিফ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলা মাঠে অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের ক্রিকেট খেলা হয়। সে সময় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ছয়টার দিকে মারুফ ও আসিফ টুকিটাকি চত্বরে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সজলের সঙ্গে দেখা করতে আসেন। দেখা করে শহীদুল্লাহ কলাভবনের কাছে গেলে তাদের ওপর হামলা চালায় অনিকসহ কয়েকজন। এ ঘটনার জেরে সন্ধ্যা সাতটার দিকে জোহা চত্বরে অনিককে একা পেয়ে তার ওপর হামলা চালায় মারুফসহ ১০-১৫ জন।
এ বিষয়ে ইসহাক অনিক বলেন, ‘তেমন কিছু না, খেলাধুলা নিয়ে দুই বিভাগের দুএকজনের সঙ্গে একটু ঝামেলা হয়েছে।’ আসিফ বলেন, ‘শুক্রবারের খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আমি প্রতিবাদ করলে অর্থনীতি বিভাগের বিভাগের একজন আমাকে এসে মারধর করে। সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতির সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করি, কিন্তু অনিক ও তার কয়েকজন বন্ধু মিলে আমায় আবার মারধর করে।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের খেলা নিয়ে তাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল। আমি ও সভাপতি বিষয়টি সমাধান করে দিয়েছি।’প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘খেলাকে কেন্দ্র করে অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সমস্যা হয়েছিল ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফোন দিয়ে সমাধান করে দিতে বলেছি।’
No comments