Header Ads

  • সর্বশেষ খবর

    বাংলাদেশকে নিয়ে কিউই অধিনায়কের ভিন্ন মূল্যায়ন




    স্পোর্টস ডেস্ক : হ্যামিল্টন টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। মাত্র চার দিনেই শেষ হয়ে গেছে ম্যাচটি। কিন্তু ম্যাচশেষে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন, বড় রকমের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। ম্যাচের চতুর্থ দিন, বিশেষ করে দুই সেঞ্চুরিয়ান সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের সামনে কিউই বোলারদের বড় পরীক্ষা দিতে হয় বলে জানান উইলিয়ামসন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টেস্ট ম্যাচ খেলার প্রাপ্য কৃতিত্বও দিয়েছেন বাংলাদেশকে।     
    টেস্টের তৃতীয় দিনেই ৪৮১ রানে এগিয়ে যাওয়া কিউইরা চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেয়। খুব দ্রুতই টাইগারদের ইনিংস গুটিয়ে যাবে ভাবলেও চতুর্থ দিন সম্পূর্ণ নতুনভাবে শুরু করে বাংলাদেশ। উইলিয়ামসন আগেই কিছুটা বুঝতে পেরেছিলেন, চতুর্থ দিন কিউই দলের বোলারদের সাফল্য পেতে অনেক পরিশ্রম করতে হবে। দুই সেঞ্চুরিয়ান সৌম্য ও রিয়াদের সামনে তাঁদের কোনো পরিকল্পনাই কাজে আসছিল না জানিয়ে কিউই অধিনায়ক বলেন, ‘আমাদের বোলাররা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তৃতীয় দিন বিকেলে কয়েকটা উইকেট তুলে নেওয়ায় অনেক আশাবাদী ছিলাম। কিন্তু বাংলাদেশ দল ব্যাটিংয়ে দারুণ উদ্যম দেখিয়েছে চতুর্থ দিন।’  
    বাংলাদেশের পাল্টা আক্রমণের মুখে নিজেদের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছিল জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘বোলারদের ওপর চাপ আসবে, এমন একটা অনুমান ছিল। আমরা অনেকক্ষণ নিজেদের পরিকল্পনায় অটল থেকে চেষ্টা চালিয়ে গেছি। কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা বদলাতে বাধ্য হয়েছি।’  
    তিন ম্যাচ সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা। কিন্তু আগামী ম্যাচগুলোতে বাংলাদেশ আরো শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে হাজির হবে, আশঙ্কা উইলিয়ামসনের। হ্যামিল্টনের টেস্ট ম্যাচটা খুবই জমজমাট লড়াই হয়েছে জানিয়ে ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘সিরিজে এগিয়ে গিয়ে ভালো লাগছে। কিন্তু হ্যামিল্টনের লড়াইটা খুব কঠিন ছিল। টেস্ট ম্যাচ এমনই হওয়া উচিত। মনে হচ্ছে, ওয়েলিংটনে আরো কঠিন লড়াই হবে।’

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728