Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে সচেতন উদ্যোগে স্কুলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান





    নিজস্ব প্রতিবেদক, চারঘাট : ‘খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে সচেতন সোসাইটির উদ্যোগে উপজেলার বাঘা মীরগঞ্চ, চারঘাট ও পুঠিয়া স্কুলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সকালে বিড়ালদহ সৈয়দ করমআলী শাহ রহমতউল্লাহ উচ্চ বিদ্যালয় ও চারঘাট পাইলট স্কুলে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষক/ছাত্রছাত্রী ও এনজিও প্রতিনিধি অংশ গ্রহণ করে।
    এসময় উপস্থিত ছিলেন সচেতন এর ফোকাল (পার্সেনাল) কর্মকর্তা আশিক হোসেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলী, চারঘাট প্রধান শিক্ষক রেজাউল করিম, নন্দনগাছি বালিকা স্কুলের প্রধান শিক্ষক ফজিলাতুননাহার, সচেতন প্রোগ্রাম অফিসার খায়রুল ইসলাম মতিন প্রমুখ।
    উপজেলার বিভিন্ন স্কুলে লেখা-পড়ার পাশাপাশি বিদ্যালয়ের রুম ও বাহিরে পরিস্কার-পরিচছন্ন রাখার লক্ষে এ কর্মসূচী পালন করা হয় বলে জানান সচেতন এর ফোকাল (পার্সেনাল) কর্মকর্তা আশিক হোসেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728