চারঘাটে চায়ের দোকানে বজ্রপাত,একজন নিহত
চারঘাট-প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার নাওদাড়া খুদির বটতলায় চায়ের দোকানে বজ্রপাতে একজন নিহত ও একজন আহত হয়েছে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত ব্যক্তির নাম হাবোল আলী (৫৫)। তিনি চারঘাট উপজলার হলিদাগাছি আবাসনে থাকতেন।তার পিতার নাম মৃত মরু উদ্দীন।তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার।
গুরুতর ভাবে আহত হয়েছেন ডলার প্রামানিক নামে এক ব্যাক্তি।তিনি নাওদাড়া গ্রামের কাশেম প্রামানিকের ছেলে।তার শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গেছে।

No comments