Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীতে জুট মিল শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবোরধ করে ধর্মঘটের ডাক

    নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী জুল মিল শ্রমিকরাবকেয়া বেতন ভাতাসহ ৯ দফা দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ ও লাঠি মিছিল করেছেন। তারা জুট মিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এছাড়া মঙ্গলবার থেকে টানা ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।
    আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় লাঠি ও পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
    বিক্ষোভ ও অবরোধের কারণে আধা ঘণ্টা সময় রাজশাহী-ঢাকা মহাসড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় ওই মহাসড়কে আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।
    এদিকে, বিক্ষুব্ধ জুট মিল শ্রমিকরা জানান, জানুয়ারি মাস থেকে তাদের বেতন ও ভাতা বন্ধ। বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতাসহ ৯ দফা দাবিতে রোববার (৩১ মার্চ) থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন।
    রাজশাহী জুট মিল শ্রমিক ইউনিয়নে সভাপতি জিল্লুর রহমান জানান, আগে ৪ হাজার ১৫০ টাকা বেতন ছিলো। বর্তমানে সর্বনিম্ন ৮ হাজার ৩শ’ টাকা ঘোষণা হলেও তা বাস্তবায়ন হয়নি।
    এর ওপর গত জানুয়ারি মাস থেকে জুট মিলে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। তাই বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা দেওয়াসহ শ্রমিকদের ৯ দফা দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।
    আর ঘোষিত বেতন বাস্তবায়ন না হওয়ায় এ দাবিতে আজ থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলেও জানান এই শ্রমিক নেতা।
    কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, মহাসড়ক থেকে জুট মিলের বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728