বাঘায় আগুনে পুড়লো ঘর, মারা গেল গরু-ছাগল ও মুরগি
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডের ঘটনায় ৪টি ছাগল, একটি গরু, ৩০টি মুরুগি মারা গেছে। রান্নার চুলার আগুন গোয়াল ঘর ও শয়নকক্ষে ছড়িয়ে পড়ে ঘরের আসবাবপত্র ভস্মিভূত হয় এবং প্রাণীগুলো অগ্নি দগ্ধ হয়ে মারা যায়। রোববার (৩১-০৩-১৯) রাত ৮টায় উপজেলার মোশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আবদুল মোমিন জানান, রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় রান্না করার চুলা থেকে প্রথমে গোয়াল ঘরে ও পরে শয়ন ঘরে আগুন ধরে যায়। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। পরে লালপুর ও চারঘাটের ফায়াস সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রনে আনে।
লালপুর ফায়ার সার্ভিস দলের ইনচার্জ রুহুল আমিন বলেন, খবর পাওয়ার পর পর ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্র করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ মহসীন আলী

No comments