Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় অভিমানে দুই শিক্ষার্থীর আত্নহত্যা!

    নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় একই দিনে দুই শিক্ষার্থী আত্নহত্যা করেছে। এদের একজন কলেজ ছাত্রী অপরজন উচ্চ বিদ্যালয়ের। বাঘা উপজেলার বাসিন্দা কলেজ ছাত্রী তৃশা খাতুন (১৭) খায়ের হাট গ্রামের সাইফুল মন্ডলের মেয়ে আর নবম শ্রেনীর শিক্ষার্থী মুক্তি আক্তার (১৪) একই উপজেলার হরিপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে।
    রোববার (২১-৯-১৯) সকালে শয়ন কক্ষের সিলিং ফ্যানে উড়না বেধে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার করে কলেজ ছাত্রী তৃশা। আগের দিন শনিবার রাতে বিষপ্রাণে আত্নহত্যা করে করে নবম শ্রেনীর শিক্ষার্থী মুক্তি আক্তার। ময়না তদন্ত ছাড়াই দু’জনের মরাদেহ দাফন করা হয়।
    পুলিশ জানায়, পড়া লেখার জন্য শাসন করায় তারা দু’জনই আত্নহত্যার পথ বেছে নেয়। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি)মহাসীন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপমৃত্যুর ঘটনায়-পৃথক পৃথকভাবে ইউডি মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728