বাঘায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত শিশুর মৃত্যু!
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ট্রেনের ধাক্কায় দশ বছর বয়সের অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪-৪-১৯) বাঘা উপজেলার আড়ানী রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ঈশ্বর্দী থেকে ছেড়ে আসা রাজশাহী গামী কমিউটার ট্রেন আড়ানী রেল স্টেশনে অপেক্ষা করছিল। এই ট্রেনের পাশে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় অপর দিক থেকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের সাথে ধাক্কা লেগে ওই শিশুটি ছিটকে পড়ে মাথায় ও নাকে আঘাতপ্রাপ্ত হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। জরুরি চিকিৎসার জন্য সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।
স্টেশনের কুলি শ্রমিকের সরদার মোহাম্মদ হোসেন আলী সরদার বলেন, ছেলেটির নাম ও ঠিকানা জানা যায়নি। তার পরনে কালো রঙ্গের জিন্সির প্যান্ট ও গায়ে চেক হাফহাতা শার্ট ছিল। স্থানীয় ফারুক হোসেন বলেন, মৃত শিশুটির পাশে সিরাজগঞ্জের সার্কিট হাউজ কাজির মোড় তেল পাম্প এলাকার রনি হোসেন নামের ১৪ বছরের আরেক ছেলে ছিল। তাকে জিজ্ঞাসা করেও সে পরিচয় জানাতে পারেনি। বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন বাঘা থানার অফিসার ইনচার্জ মহসীন আলী।

No comments