মাদক ও সন্ত্রাসমুক্ত চারঘাট গড়ার প্রত্যয় ফকরুলের
নিজস্ব প্রতিবেদক,চারঘাট আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করছেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম। দায়িত্ব গ্রহণ করার পরই মাদক ও সন্ত্রাস মুক্ত চারঘাট গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার সময় তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নবাগত চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় চারঘাটে মাদক, সন্ত্রাসসহ অপরাধ প্রবনতা একটু বেশী। তাই আজ থেকে চারঘাটকে মাদক,সন্ত্রাস ও জাঙ্গীবাদ নির্মূলসহ বাল্য বিয়ে প্রতিরোধ জোরালো প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
নিজ দপ্তরকে জনগনের সেবার কেন্দ্রবিন্দু গড়ে তুলতে পুর্বের সব ধরণের অসচ্ছতা দুর করে স্বচ্চতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানানো হয়।
তিনি আরো বলেন, সকলকে মনে রাখতে হবে উপজেলায় দুর-দুরান্ত থেকে যেসব খেটে খাওয়ার মানুষ গুলো আসবেন তারা অবশ্যই সেবা নিতে আসবেন। তাই সকলকে সেবার মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। মনে রাখবেন কোন সেবাগ্রহীতা যেন আপনাদের নিকট সেবা নিতে এসে হয়রানীর শিকার না হয়। আমি চাই স্বচ্ছতার ভিক্তিতে নিজ নিজ জায়গা থেকে সাধারণ মানুষের সেবা করার।
আমাদের স্থানীয় সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চারঘাট-বাঘায় যে উন্নয়ন ঘটিয়েছে তা চারঘাট-বাঘার প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে তাকালে বোঝা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিতে যেসব পরিকল্প গ্রহণ করেছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। চারঘাটকে আধুানক উপজেলা হিসেবে গড়ে তুলতে সব ধরণের চেষ্টা করা হবে বলেও ঘোষনা দেন নবাগত চেয়ারম্যান ফকরুল ইসলাম।
তিনি বলেন, যারা মাদক সেবন ও পাচার করে তারা কখনও সমাজের ভাল করতে পারে না। তারা পারে একটি পরিবার, একটি সমাজ একটি দেশকে ধ্বংস করতে। তাই সম্মিলিত ভাবে মাদক , সন্ত্রাস, বাল্য বিয়ে, ইভটিজিং বিষয়ে কাজ করতে হবে।
এর আগে চেয়ারম্যান ফিতা কেটে নিজ দপ্তরে উঠেন এবং উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে পরিচিতি পুর্ব শেষ করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবাগত চেয়ারম্যানকে তার দপ্তরে তার চেয়ারে বসিয়ে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নাজমুল হক, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন, ভায়ালক্ষিপুর ইউপি চেয়ারম্যান শওকত আলী বুলবুল, চারঘাট সদর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক একরাুল হক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।
No comments