Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় শিশুকে বলৎকারের অভিযোগে দায়েরকৃত মামলায় যুবক আটক


    বাঘা প্রতিনিধি:
    রাজশাহীর বাঘায় এক শিশুকে বলৎকারের অভিযোগে দায়ের করা মামলায় জাহাঙ্গীর আলম নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫-৪-১৯) বাঘা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার উত্তর পাকুড়িয়া গ্রামের মৃত জান মোহাম্মদ জানুর ছেলে। ১ এপ্রিল ১ম শ্রেণির শিশুকে বলৎকারের অভিযোগে ওই শিশুর পিতা বাদি হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করেন।
    মামলার অভিযোগ সুত্রে জানা যায়, স্কুল ছুটির পর বাড়ি যাচ্ছিল ওই শিশু। পথিমধ্যে শালিক পাখি ধরে দেয়ার নাম করে উত্তর পাকুড়িয়া গ্রামের লুৎফরের বিলে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক বলৎকার করে। বাড়িতে গিয়ে তার বাবা মাকে সমস্ত ঘটনা জানায়। পরে স্থানীয়দের জানিয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
    বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বলেন, মামলা রেকর্ডের পর থেকে জাহাঙ্গীর আলম পলাতক ছিল। আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728