Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ভেঙ্গে পড়া সানসেটের তলে পড়ে কলেজ ছাত্র নিহত!

    বাঘা প্রতিনিধি :
    রাজশাহীর বাঘায় পাঁকা বাড়ির সানসেট ভেঙ্গে পড়ে সানজির আহমেদ শান্ত নামের কলেজ পড়–য়া এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছাদের আর্বজনা পরিস্কারের জন্য সানসেট বেয়ে উঠা মাত্র সানসেটটি ভেঙ্গে পড়ে। আর ভেঙ্গে পড়া সানসেটের তলে পড়ে মাথায় ও বুকে রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সানজির আহমেদ শান্ত । শনিবার (২৭-৪-১৯) দুপুর ৩টার দিকে উপজেলার মনিগ্রাম টগর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ওই ছাত্রের অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছাঘা নেমে আসে।
    স্থানীয় চিকিৎসক নুরুজ্জামান ভান্ডারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত কওে বলেন নিজের বাড়ির ছাদেও আর্বজনা পরিস্কার করার জন্য সানসেট বেয়ে উপরে উঠছিল। ভেঙ্গে পড়া সানসেট পানি আটকানোর জন্য করা ছিল। তাতে তেমন রড ছিলনা। নিহত সানজির আহমেদ শান্ত মনিগ্রাম কলেজের দ্বিতীয় বর্ষেও ছাত্র ছিল। অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, বিষয়টি জানেন না তিনি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728