Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় দিনব্যাপি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক, বাঘা : বাঘায় দিনব্যাপি স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯-৪-১৯) উপজেলা নির্বাহি অফিসারের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এর সহযোগিতায় বাঘা উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। প্রধান অতিথী ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ জাকীর হোসেন। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ সালাহ্ উদ্দিন।
    কর্মশালায় উপজেলা নির্বাহি অফিসার,উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র,ইউনিয়ন চেয়ারম্যান,উপজেলার সরকারি দপ্তরের প্রধান, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, খ্যাতনামা ব্যক্তিত্ব, সমাজকর্মী,ধর্মীয় নেতা,এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, নারি উদ্যোক্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ ৮০জন এই কর্মশালায় অংশগ্রহন করেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728