Header Ads

  • সর্বশেষ খবর

    নারীদের দুই লক্ষ টাকা নিয়ে লাপাত্তা চারঘাটের ভুয়া এনজিও


    রাজশাহীর চারঘাটে অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রায় ২০ জন নারীর কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা একটি প্রতারক চক্র। এতে দিশেহারা হয়ে হয়ে পড়েছেন ভুক্তভোগী ওই নারীরা। সংসারে দেখা দিয়েছে জটিলতা। এমনটি ঘটনা ঘটেছে উপজেলার জয়পুর এলাকায়।
    ভুক্তভোগী নারীরা জানায়, গত কয়েকদিন আগে আদ্ব-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার নামের একটি এনজিও হলিদাগাছী এলাকায় একটি অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করেন। এরপর গত শনিবার ওই এনজিওর ৩ জন অফিসার আসেন জয়পুর গ্রামে। এসময় তারা গ্রামের সরল নারীদের সদস্য প্রতি ২০ হাজার টাকা জমা দিলে ওই দিন বিকেলেই পাওয়া যাবে ২ লাখ টাকা ঋনের সুবিধা। এমন লোভনীয় কথা শুনে পরিবারে স্বচ্ছতা ফেরাতে জয়পুরসহ কয়েকটি গ্রামের প্রায় ২০ জন নারী ২শত টাকা ভর্তি ফি জমা দিয়ে সদস্য অর্ন্তভুক্ত হোন। এরপর জয়পুরসহ কয়েকটি গ্রামের প্রায় ২০ জন নারী ভুয়া এনজিও কর্মকর্তাদের হাতে তুলে দেন প্রায় দুই লাখ টাকা। কিন্তু বিকেলে ওই অফিসে ঋণ আনতে গিয়ে দেখেন এনজিও অফিসটি তালাবদ্ধ। লাপাত্তা ওই এনজিও অফিসের সকল লোকজন। 
    সোমবার সকালে ভুক্তভোগী বিজলী বেগম, জরিনা বেগম, রুনা খাতুন, রুপছি বেগমসহ একাধিক নারী জানান, ওই এনজিওর তিনজন কর্মকর্তা এসে আমাদেরকে দুইশত টাকা ভর্তি ফি জমা নিয়ে সদস্য করেন।
    এসময় তারা বলেছিলেন, ২০ হাজার টাকা জমা দেখালেই আপনারা পাবেন ২লাখ টাকার ঋণের সুবিধা। মাসিক ১০ হাজার টাকা কিস্তিতে টাকা পরিশোধের সুবিধা। পাওয়া যাবে বাচ্চাদের লেখাপড়া করানোর জন্য বৃত্তির সুবিধা। এমন লোভনীয় কথা শুনে আমরা পেছনের কথা চিন্তা না করে তাদের হাতে তুলে দিয়েছি টাকা। এখন পরিবারের কর্তার বকায় দিন পার হচ্ছে আমাদের।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, ঘটনাটি দুঃখজনক। প্রতারক চক্রটিকে খুঁজে বের করতে চেষ্টা করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728