চারঘাটে গরমে বাড়ছে ডায়রিয়া রোগী, হাসপাতালে স্যালাইন সংকট
চারঘাটে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ ও প্রাণীকুল। গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মব্যস্ত মানুষ ও শিশুরা ক্লান্ত হয়ে পড়ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেড়েছে ভাইরাস ও পানিবাহিত নানা রোগ। জ্বর, ডায়রিয়া, সর্দি-কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
গত এক সপ্তাহে প্রায় শতাধিক রোগী পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়েছেন।এর মধ্যে ডাইরিয়া রোগীর সংখ্যা বেশি।আর এত বেশি ডাইরিয়া রোগীর কারনে হাসপাতালে দেখা দিয়েছে কলেরা স্যালাইন সংকট। গত ৮ই মে থেকে হাসপাতালে কলেরার স্যালাইন নেই।
রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে কলেরা স্যালাইন সংকট থাকায় আমাদের বাহির থেকে কিনতে হচ্ছে।সংকট আছে ডায়রিয়ার জন্য দরকারি অন্যান্য ওষুধপত্রেরও। এ অবস্থায় চরম ভোগান্তিতে রয়েছেন রোগী ও তাদের স্বজনরা।
উপজেলার মিয়াপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, তৃতীয় রোজার দিন রাতে সেহরী খাবার পর হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়। তারপর থেকেই ডায়রিয়া শুরু হলে হাসপাতালে এসে ভর্তি হই।হাসপাতালে চিকিৎসা নেবার পরে এখন অবস্থা ভাল বোধ করছি।তবে সব ওষুধই বাইরে থেকে কিনতে হয়েছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান জানান,আবহাওয়া পরিবর্তনের কারণে তাপদাহের এই সময়ে ডায়রিয়ার রোগী বৃদ্ধি পেয়েছে। গত ১ সপ্তাহের মধ্যে রোগীর চাপ অনেক বেড়েছে।সেজন্য কলেরা স্যালাইনের সংকট হয়েছে।স্যালাইন সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
No comments