Header Ads

  • সর্বশেষ খবর

    নাটোরে ৩ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা ||rajshahirdorpon24

     

    নাটোরে ৩ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা 

    নিজস্ব প্রতিবেদক:

    নাটোরের লালপুরে চার ইটভাটায় অভিযান চালিয়ে ৩ ইটের ভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।


    মঙ্গলবার (১৭ জানুয়ারি) উপজেলার মঞ্জিলপুকুর ও রসুলপুর এলাকায় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার অভিযান চালিয়ে এই জরিমানা করেন।


    পরিবেশ অধিদপ্তর সূত্র জানা যায়, লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৬ ও ৮ ধারা অনুযায়ী লাইসেন্স না থাকা, অবৈধভাবে মাটি সংগ্রহ ও জ্বালানী কাঠ ব্যবহার করা এবং জিকজ্যাক চুল্লী না থাকায় লালপুর উপজেলার মঞ্জিলপুকুর এলাকার এম কে এম ইটভাটার মালিক সবুর আলীকে ৫ লাখ টাকা, একই এলাকার জে এস বি ইটভাটার মালিক হাফিজুল ইসলামকে ৭ লাখ টাকা এবং মাধবপুর পালপাড়া এলাকার এইচ বি আর ইটভাটার মালিক মাসুদুর রহমান সান্টুকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, মোহরকয়া এলাকার একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।


    পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার সন্ধ্যায় কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728