চারঘাটে বিশ্ব মা দিবস পালিত
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে সারাদেশের ন্যায় চারঘাটেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মেদ, চারঘাট এম এ হাদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাহাজ উদ্দিন, মডেল থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম,চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এউপলক্ষে বক্তারা বলেন, মায়েদের সুস্বাস্থ্য কামনা করে ও দরিদ্র মায়েদের জন্য মাতৃকালীন ভাতা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করেছে সরকার।
No comments