Header Ads

  • সর্বশেষ খবর

    সরদহ সরকারি মহাবিদ্যালয়ে এইচএসসিতে পাশের হার ৯০%


    ওবাইদুর রহমান রিগেন, চারঘাট :   রাজশাহীর চারঘাট উপজেলার একমাত্র সরকারী কলেজ সরদহ মহাবিদ্যালয়। প্রতিবছরের মত এবারও সরদহ মহাবিদ্যালয় ভাল ফলাফল অর্জন করেছে।এবার এইচএসসি পরীক্ষায় ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

    সরদহ মহাবিদ্যালয় থেকে চলতি বছরে ৪৩০(ছেলে- ২৭২,মেয়ে-১৫৮) জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ৩৮৫ (ছেলে-২৩৭, মেয়ে-১৪৮) জন। জিপিএ ৫ পেছেছে সর্বমোট ১৭ জন।পাশের হার ৯০%।

    সরদহ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাঃ শাহনেওয়াজ বলেন,তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে অতীতের সকল বিশৃঙ্খলা কাটিয়ে সুষ্ঠ পরিবেশের মাধ্যমে সঠিক পাঠক্রম পরিচালনার মাধ্যমেই এই রেজাল্ট সম্ভব হয়েছে। আগামী বছরগুলোতে আরো ভাল রেজাল্টের মাধ্যমে শতভাগ পাশের হার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    নব্য সরকারী প্রতিষ্ঠান হিসাবে এত সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৯০% কৃতকার্য হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উচ্ছাস প্রকাশ করেছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728