Header Ads

  • সর্বশেষ খবর

    আড়ানীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বাঘা প্রতিনিধি:
    রাজশাহী বাঘা উপজেলার আড়ানীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ‘এজেন্ট ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    আজ সোমবার সকাল ১০টায় আয়োজিত সমাবশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আড়ানী পৌর মেয়র মুক্তার আলী।
    আয়োজিত আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বানেশ্বর শাখার এফএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডেরে রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ড আবুল মালেক। স্বাগত বক্তব্য দেন আড়ানী ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর পরিচালক ও আফাজ কর্পোরেশনের স্বত্তাধিকারী আরিফুল ইসলাম।
    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী শাখার প্রোগ্রাম অফিসার হাসান আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আড়ানী শাখার গ্রাহক অধ্যাপক রাম গোপাল শাহা, একরামুল হক সনত, নওশাদ আলী, শামীম আহম্মেদ, সোহেল রানা, শাহানাজ বেগম, সিদ্দিক মোল্লা, মাওলানা কামরুজ্জামান, মাহাবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড় দিয়ে সম্মানিত করা হয়।
    প্রধান অতিথি পৌর মেয়র মুক্তার আলী তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক আজ গণমানুষের ব্যাংক ও জাতীয় সম্পদে পরিণত হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকার যে আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি গ্রহণ করেছে তা বাস্তবায়নে এজেন্ট ব্যাংকিং একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে। ইসলামী ব্যাংকের যে দায়িত্ববোধ সেটিকে বিবেচনায় রেখে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ইসলামী ব্যাংকের সেবা জনগনের নিকট পৌঁছে দিতে এজেন্টদের প্রতি আহ্বান জানান।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডেরে রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ড আবুল মালেক বলেন, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর জেলায় ৪২টি এজেন্ট ব্যাংক রয়েছে। এরমধ্যে আড়ানী শাথা তৃতীয় নম্বরে অবস্থান করছে। গ্রাহকরা আর একটু এগিয়ে আসলে অতিশীর্ঘই এ শাখা এক নম্বরে আনা সম্ভব।
    তিনি শাখা পর্যায়ের সব ব্যাংকিং সুবিধা যেন এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রদান করা যায় তা নিশ্চিত করার জন্য ও শাখার কর্মকর্তাদের নির্দেশ দেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728