Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রমের সমন্বয় কমিটির সভা

    নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
    "সঠিক তথ্য দিয়ে ভোটার হোন, হালনাগাদ কার্যক্রমে সহায়তা করুন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯ উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফকরুল ইসলাম।
    উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ রবিউল আলমের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, উপজেলা প্রকল্প অফিসার শামীম আহমেদ, মাজদার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন ও রিপোর্টার্স ক্লাব সভাপতি কামরুজ্জামান প্রমুখ।
    উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ রবিউল আলম বলেন, যারা ভোটার হওয়ার যোগ্য তাদের ও তথ্য নেয়া হচ্ছে। ২০ শে আগষ্ট থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। নির্ভূল তথ্য দিতে হবে, ভুল তথ্য কখনো দেয়া যাবে না। যার যার অবস্থান থেকে প্রচার-প্রচারণা করতে হবে।
    উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় চারঘাটেও ভোটার তালিকা হালনাগাদ করার ব্যপারে সর্বাগ্রে ভুমিকা পালন করবে ইউপি চেয়ারম্যানগন। কলেজ,মাদ্রাসা ও স্কুলের শিক্ষকবৃন্দ ব্যাপক ভুমিকা পালন করবেন। তবেই তথ্য সংগ্রহ করা সফল হবে।
    এসময় উপজেলার ইউপি চেয়ারম্যান, সরকারি দপ্তর প্রধান, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728