Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ফাঁকা ষ্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ


    নিজস্ব প্রতিবেদক,বাঘা:
     রাজশাহীর বাঘায় তিন যুবকের বিরুদ্ধে ফাঁকা ষ্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গঙ্গারামপুর গ্রামের আজিজুলের ছেলে আক্কাছ আলী বাদি হয়ে ওই তিন যুবক- একই উপজেলার দক্ষিন মিলিক বাঘা গ্রামের আজিজুলের ছেলে আশরাফুল ও  উত্তর মিলিকবাঘা গ্রামের নেজা কাজির ছেলে নাসির ও আরিফুল ইসলাম (পিতা অজ্ঞাত) এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
     অভিযোগ সুত্রে জানা যায়, গত ২১ আগষ্ট রাত সাড়ে ৯টার সময়  আশরাফুল তার মুঠোফোন (নং-০১৭৪২-১৮৮২৮৪) থেকে আক্কাছের মুঠোফোনে (নং-০১৭৩৪-৮৬২৬১৩) কল করে বাঘা ফাজিল মাদ্রাসা গেটের সামনে যেতে বলে। পূর্ব পরিচয় সুত্রে মামাতো ভাই মুন্তাজ আলীকে সাথে নিয়ে সেখানে যায় আক্কাছ। পরে অভিযুক্ত ওই ব্যক্তিরা বাঘা বাজারের চাউল পট্রির দিকে নিয়ে গিয়ে তাকে ও তার মামাতো ভাইকে মারপিট করে একশত টাকার নন জুডিশিয়াল ফাঁকা ষ্ট্যাম্পে  স্বাক্ষর নেয় এবং মামাতো ভাই মুন্তাজকে জিম্মি করে পরে আক্কাছের অগ্রনী ব্যাংক বাঘা শাখার হিসাব নম্বর ১৩৬২৯ এর অনুকুলে একটি ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়।
    এ বিষয়ে  অভিযুক্ত আশরাফুলের সাথে মুঠোফোনে কথা হলে সে জানায়,তার কাছে জোর করে ফাঁকা ষ্ট্রাম্পে ও চেকে স্বাক্ষর নিইনি। পাওনা টাকা দিতে না পেরে নিজের ইচ্ছায় ফাঁকা ষ্ট্রাম্পে ও চেকে স্বাক্ষর দিয়েছে। সিঙ্গাপুরে লোক পাঠানো বাবদ ৬লক্ষ টাকা পাওনা ছিল তার।  টাকা দিয়ে ষ্ট্রাম্প ও চেক  ফেরত নিতে পারবে।
    বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান ওসি।


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728