Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় বিশেষ অভিযানে ১৫ জন আটক!


    নিজস্ব প্রতিবেদক,বাঘা :
     বাঘায় বিশেষ অভিযান চালিয়ে ২জন সাজাপ্রাপ্তসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাত পর্যন্ত অফিযান চালিয়ে তাদের আটক করা হয়।
     আটককৃতরা হলেন- বাঘা উপজেলার তেথুলিয়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে নিহাত আলী (৪০),পাকুড়িয়া গ্রামের আব্দুস সাপ্তারের ছেলে মিঠু আলী (৩৫), তুলশিপুর গ্রামের নজরুল ইসলামে ছেলে শহিদুল ইসলাম (২৮), হরিনা গ্রামের লালার ছেলে আকবর আলী (৩২), মৃত হারু আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৩), কলিগ্রামের সোলেমানের ছেলে মাসুদ রানা (২৮), সরেরহাট গ্রামের সিরাজুলের ছেলে সাজদার হোসেন (৩৪), জোত কাদিরপুর গ্রামের মৃত কাজের শাহ ছেলে নাজমুল শাহ (৪৯), আলাইপুর গ্রামের আফতাব আলীর ছেলে সাগর আলী (২২), আব্দুর রাজ্জাকের ছেলে হামিদুল ইসলাম (৪৫), ভানুকর গ্রামের আব্দুর রহমানের ছেলে আফান (২৭), জমির উদ্দীনের ছেলে সেলিম (২৭),মহিদুপুর গ্রামের মৃত গোলম রসুলের ছেলে রুস্তম আলী (৫০), মৃত ছবির উদ্দীনের ছেলে তোফায়েল (৩২)। হামিদুল ইসলাম ও সাগর আলীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে,তাদের কাছে কোন মাদকদ্রব্য পায়নি পুলিশ। এর পরেও ইয়াবা উদ্ধার দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে। আলাইপুৃর বাজারে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় এস আই মানিক ও এসআই রেজাউল তাদের গ্রেফতার করে।
    বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, শনিবার বিকেলে গ্রেফতারকৃতদের রাজশাহী কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে৷

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728