Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ভারতীয় এক নাগরিক সহ ৫ জন আটক


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
    রাজশাহীর বাঘায় সীমান্ত এলাকা থেকে  ভারতীয় এক নাগরিক ইসরাফিল হক সহ বিভিন্ন অপরাধে  ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮-০৯-১৯) মাদক মামলার পলাতক আসামী মোহর আলী (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। মহর উপজেলার  জোতকাদিরপুর গ্রামের  মৃত আলী সরদারের  ছেলে । মঙ্গলবার  রাতে উপজেলার সীমান্ত এলাকার  কিশোরপুর থেকে ইসরাফিল  হক (৩৪) নামে এক  ভারতীয় নাগরিককে আটক করে।  তার পিতার নাম মৃত আইয়ুব আলী। তার বাড়ি  ভারতের মুর্শিদাবাদ জেলার  জলঙ্গী থানার  মুরাদপুর আরজি গ্রামে। এর আগে গাঁজা সেবনের সময় উপজেলার আড়পাড়া এলাকার একটি আম বাগান থেকে ওই গ্রামের  সবুজ আলী (২৫) হাসান আলী (৩০) সুলতার আলী (৩০) ও  কামরুল  হোসেন (৪৫) কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। 

    বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃতদের নামে পৃথক-পৃথক মামলা দায়ের  করে  বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা  হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728