Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় অপহৃত দুই শিক্ষার্থীর একজন উদ্ধার


     নিজস্ব প্রতিবেদক,বাঘা :
    রাজশাহীর বাঘায় অপহৃত দুই শিক্ষার্থীর মধ্যে একজনকে  উদ্ধার করেছে পুলিশ।  সে স্থানীয় এক মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। মামলায় অভিযুক্ত মিলনের খালাকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার (১৭-৯-১৯) রাতে উপজেলার খানপুর এলাকার ফাঁঁকা রাস্তা থেকে উদ্ধার করা হয়। আগেরদিন মিলনের খালা সাজেদা বেগমকে গ্রেফতার করে পুলিশ।  সাজেদা বেগম লালপুর উপজেলার  পাইকপাড়া গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী।
     পুলিশ  জানায় , গত ১৩ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে লালপুর উপজেলার খানপুর গ্রামের সাজাহানের ছেলে মিলন (২০)। অপহৃত ছাত্রী বাঘা পৌরসভার কলিমগ্রামের বাসিন্দা।  ১৫ সেপ্টেম্বর অপহরনের অভিযোগে বাঘা থানায় মামলা দায়ের কার হয়। 
    তবে পুলিশের কাছে ওই ছাত্রী স্বীকারুক্তি দিয়েছে, তাকে কেউ অপহরণ করেনি। তার ইচ্ছার বিরুদ্ধে মা-বাবা তাদের এক আতœীয়র সাথে বিয়ে দেয়ার চেষ্টা করছিল। এ কারনে সে তার বন্ধুর সাথে পালিয়ে যায়।
    বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, দুই ছাত্রীকে অপহরণের অভিযোগে  পৃথক দু’টি মামলা হয়েছে। এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। অপর ছাত্রীকেও  উদ্ধারের চেষ্টা চলছে। 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728